শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮

বাংলা সাহিত্যে যে ১০০ টি বই আপনাকে পড়তেই হবে (এক)

অনেককেই দেখেছি ১০০টি ভাল বইয়ের তালিকা তৈরি করেছে। কিন্তু আমার ইচ্ছা থাকা স্বত্বেও আমি আমার প্রিয় বইয়ের তালিকা তৈরি করতে পারিনি। কারন সেই বই গুলো আমি পরে শেষ করতে পারিনি। এখন মনে হচ্ছে, বাংলা সাহিত্যের সেরা বইয়ের তালিকা তৈরি করা যেতে পারে। এবং আমার ধারনা আপনারা সবাই আমার সাথে একমত হবেন। বই আমাদের মানুষ করেছে, আমাদের সুসভ্য করেছে৷‌ তাই আজ যারা বই-বিমুখ, যারা শুধু কম্পিউটার, পানশালা আর টিভি সিরিয়ালে আনন্দ পায়, তাদের কি সভ্য বলা যাবে?

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যার। তাকে একবার প্রশ্ন করা হয়েছিল, 'ভালো বই কাকে বলে?' উত্তরে তিনি বলেছিলেন, 'যে বইটা পাঠককে ভাবায়, সেটাই ভালো বই।' বাংলা সাহিত্যের একনিষ্ঠ পাঠকদের সংখ্যাগরিষ্ঠ অংশই আমার পছন্দের বইয়ের তালিকার সাথে একমত হবেন আশা করি। পাঠকদের কাজ হল বই পড়া। বইয়ের মধ্য থেকে নিজের জন্য আনন্দ খুজে ফেরা। ''তিনটি ভাল বই একবার করে পড়ার চেয়ে একটি ভাল বই তিনবার পড়া বেশি উপকারী।”

আমাদের জীবনের আয়ু তো সীমিত। বইপত্র নিয়ে এলোমেলো পড়তে গিয়ে প্রচুর সময় নষ্ট হয়। বইটি পড়ার আগে ভাবতে হবে আমি এই বইটি কেন পড়ব, বইটি থেকে কী চাই। যা পড়া হয়, তা আত্মস্থ করা গুরুত্বপূর্ণ। বই পড়ার মূল উদ্দেশ্য থাকতে হবে আত্মিক উন্নয়ন। আপনার বইয়ের শেলফ যত বেশি সম্ভব ভিন্ন ধরনের বই দিয়ে ভর্তি করবেন, আপনার অ্যাডভেঞ্চারও তত বেশি হবে।

১। 'শেষের কবিতা' ও 'গোড়া' লেখক- রবীন্দ্রনাথ ঠাকুর। উপন্যাসের নায়কের নাম গোরা। মূলত গোরার পিতা ইংরেজ। সিপাহি বিদ্রোহের সময় এক ব্রাম্মন পরিবারের গোয়ালে তার জন্ম। জন্মের সময় সে মাকে হারায়। ব্রাম্মন দম্পতি তাকে মাতা-পিতার পরিচয়ে বড় করে। এই গোরা কালক্রমে বড় হিন্দু নেতা হয়ে যায় এবং ইংরেজ বিরোধী। এবং শেষের কবিতায় বিলেত ফেরত ব্যারিস্টার অমিত রায় প্রখর বুদ্ধিদীপ্ত এবং রোমান্টিক যুবক। তর্কে প্রতিপক্ষকে হারাতে সিদ্ধহস্ত। এই অমিত একবার শিলং পাহাড়ে গেল বেড়াতে । আর সেখানেই এক মোটর-দুর্ঘটনায় পরিচয় ঘটল লাবণ্যর সাথে। এই বইটি দুটি আমি প্রতি বছর একবার করে পড়ি। ঠিক করেছি আমৃত্যু পড়ে যাব।

২। 'প্রদোষে প্রাকৃতজন' লেখক- শওকত আলী। উপমহাদেশের এক কোনায় বাংলাদেশে হঠাৎ করে এত বিপুল সংখ্যক মানুষের ইসলাম গ্রহণ যে কারণেই হোক একটি সর্ব অজ্ঞাত ঘটনা। লীলাবতীর মধ্যে আবহমান বাঙালী নারীকেই পাই। বইটি লিখতে লেখকের প্রায় ১৫ বছর লেগেছে। আজীবন মনে রাখার মত অসাধারণ একটি বই।

৩। 'লৌহকপাট' লেখক, 'জরাসন্ধ' (ছদ্মনাম)। আসল নাম- চারুচন্দ্র চক্রবর্তী। বিশ্ববিদ্যালয়ের পর্ব শেষ করে এক তরুণ যুবক চাকরির সন্ধানে ঘুরতে ঘুরতে শেষপর্যন্ত যে কাজটি পেলেন, সেটি হল কারা বিভাগে। ছোটখাটো একটি জেলের ডেপুটি জেলারের পদ। সম্পূর্ণ একটা নতুন জগতের সঙ্গে পরিচয় ঘটল সেখানে।
পরিচয় হল বদর মুন্সীর মত ভয়ঙ্কর ডাকাতের সঙ্গে - খুন,জখম, নারীধর্ষণ যার কাছে ছেলেখেলা। কিন্তু সেই লোকটিই একবার ডাকাতি করার সময়ে গৃহস্বামীকে কথা দিয়েছিল, শুধু টাকা-গয়নাই নেবে - নারীর সম্মান নষ্ট করবে না। কিন্তু দলের একজন সেই হুকুম মানে নি বুঝতে পেরে, নিজেই ধরা দিল সেই অপবাদের বোঝা নিজের মাথায় নিয়ে।

৪। 'অন্তর্লীনা' লেখক- নারায়ণ সান্যাল। গল্পের নায়ক কৃশানু মধ্যবিত্ত ঘরের ছেলে। বুদ্ধিদীপ্ত, কিন্তু সাধারণের দৃষ্টিতে স্মার্ট নয়, কারণ সে লাজুক, ইন্ট্রোভার্ট, নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রাখতে ভালবাসে। এছাড়া তার মধ্যে আছে এক শিল্পীমন, সে সাহিত্যের ছাত্র, ছবিও আঁকে। অথচ তার স্কেচবুকে নেই কোনও নারীর ছবি। তার বয়সী এক যুবক শিল্পীর কাছে একটু অস্বাভাবিক ঘটনা, সন্দেহ নেই। শুধু স্কেচবুক বলে তো নয়, সে ট্রামে উঠে চেষ্টা করে লেডিজ সীট থেকে যথাসম্ভব দূরে থাকতে, তার সহপাঠী মেয়েদের মুখের দিকে সে কখনও তাকায়না পর্যন্ত। উপন্যাসটা পড়তে শুরু করলে, ভাল লাগতে শুরু করবে।

৫। 'খোয়াবনামা' পূর্ববাংলার আঞ্চলিক ভাষাকে অবলম্বন করে যে কি চমৎকার উপন্যাস লেখা যায় তার সার্থক উদাহরণ সৃষ্টি করেছেন আখতারুজ্জামান ইলিয়াস তার দীর্ঘ কলেবরের উপন্যাস খোয়াবনামার মাধ্যমে। আঞ্চলিক ভাষার অধিক ব্যবহার রয়েছে বইটিতে, রয়েছে কিছু খিস্তি-খেউরও। ’৪৭ এর দেশভাগ গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে খোয়াবনামা।


৬। 'শুন বরনারী' লেখক- সুবোধ ঘোষ। জন্মেছিলেন ১৯০৯ সালে ঢাকার বিক্রমপুরে জেলায়, মৃত্যু ১৯৮০ সালে। সহজ সরল একটি উপন্যাস। এ উপন্যাসকে সম্পর্কে হুমায়ূন আহমেদ বলেছেন- অতি সাধারণ উপন্যাস মুগ্ধ হয়ে বারবার পড়েছি। হিমাদ্রিশেখর দত্ত ওরফে হোমিও হিমু। পেশায় হোমিও চিকিৎসক। যদিও কেউ তাকে ডাক্তারি করতে দেখেনা। লোকের ছেলেপেলে পড়িয়ে রোজগার চলে। আর,আসল কাজ হচ্ছে পরোপকার, মানে, অমুকের সাথে অমুক জায়গায় যেতে হবে,অমুকের মেয়েকে ট্রেনে করে হোস্টেলে দিয়ে আসা, নিয়ে আসা, অমুক কে তীর্ত্থে নিয়ে যাওয়া, এইসব। না করতে পারেনা হিমু। এমন কাজেই ডাক পড়ে তার।


৭। 'কবি' লেখক- তারাশঙ্কর। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাসগুলোর মধ্যে এটি একটি।কবি উপন্যাসের নায়ক একজন কবি । তবে কবি বলতে আমরা সাধারনত যা বুঝি সেই কবি তিনি নন,উপন্যাসের নায়ক নিতাইচরন একজন কবিয়াল । একবার এক মেলাতে এক বিখ্যাত কবিয়াল না থাকাতে নিতাইকে মঞ্চে তুলে দেয়া হয়,তারপরে নিতাই তার প্রতিদ্বন্দ্বী কবিয়ালকে প্রায় ঘায়েল করে ফেলে শেষে তার প্রতিপক্ষ কবিয়াল নিতাইয়ের পরিবার নিয়ে অশ্লীল আক্রমণ করে কবিয়াল লড়াইয়ে জিতে যায়,কিন্তু অই মঞ্চেই নিতাই জয় করে নেই হাজারো মানুষের মন ।

৮। 'তবুও একদিন' লেখক- সুমন্ত আসলাম। বইটি একটু সময় নষ্ট করে পড়ে ফেলুন। ভালো লাগবেই।

৯। ‘লালসালু’ লেখক- সৈয়দ ওয়ালিউল্লাহ। বেশ কয়েকটি শক্তিশালী নারী চরিত্রের প্রাধান্য পেয়েছে এই উপন্যাসে,তাদের মধ্যে জমিলা অন্যতম। জমিলা অত্যন্ত সাহসী এক নারী। মজিদ নামের প্রতিকী দ্বারা ভ্রান্ত না হয়ে, মজিদের সাথে না লেগে থেকে সে পরিবর্তন চেয়েছে। ধর্মকে পুঁজি করে যারা সমাজকে শোষন করে জমিলার মৃত্যু তাদের কপালে কলংকের চিহ্ন এঁকে দেয়।

১০। 'হাজার বছর ধরে' লেখক- জহির রায়হান। এই উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র টুনি,অবশ্য অনেকে আম্বিয়াকেও কেন্দ্রীয় চরিত্র বলে আখ্যায়িত করে থাকেন। তবে আম্বিয়ার চেয়ে টুনির জীবনের উত্থান পতনকেই লেখক বেশী গুরুত্ব দিয়েছেন। টুনি গ্রামের সহজ, সরল, চঞ্চল এক মেয়ে। টুনির পরিণতি হয়েছে হৃদয় চিরে যাওয়ার মতো কষ্টকর। শেষ পর্যন্ত শূন্য বুকে বাপের বাড়ি ফিরে টুনি,তবুও শৃংখল ভাঙ্গেনি।

নিজের পছন্দের উপর ভিত্তি করেই বই পড়া উচিত। অন্যের পছন্দ বা ভাললাগার মূল্য না দিয়ে নিজের পছন্দ অনুসারে বই বাছাই করুন। অনেকের কাছে ভাল লেগেছে, এমন বই আপনার পছন্দ নাও হতে পারে। এছাড়া কোন বই অনেকেই পড়েছে বলে আপনাকেও পড়তে হবে এমন কোন কথা নেই। অন্যের পছন্দের বই আপনাকেও পড়তে হবে, এমন মনে করাটা বোকামী। প্রত্যেকের নিজস্ব একটি ভাললাগার জগৎ থাকে। কারো ভূতের গল্প পছন্দ, কারো ফুটবল আবার কারো বা ভ্রমণকাহিনী। কারো পছন্দ বা প্ররোচনায় বই বাছাই না করে নিজের দিকে তাকান। নিজে যা চান তাই করুন, অন্যের চাপে নয়।

নিজের যে বইটি পড়তে ভাল লেগেছে, অন্যকেও সেই বই পড়তে উৎসাহ দিন। পছন্দের বই নিয়ে অন্যদের সাথে আলোচনা করুন। ভাই-বোনকে নিজের পছন্দের বই পড়তে উৎসাহ দিন। তাদেরকে তাড়াতাড়ি বইটি শেষ করতে তাগাদা দিন, যাতে আপনি তাদের সাথে কথা বলতে পারেন। বই পড়ার আনন্দ ভাগাভাগি করা বই পড়ার চেয়ে আরো বেশি আনন্দদায়ক।

( দ্বিতীয় পর্ব আগামীকাল পাবেন।)
Emon Computer
Roailbari Bazar (Kapor Mohal) Kendua, Netrokona. 
Pro: Md. Faysal Bhuiya (Sumon) 
ইমন কম্পিউটার্স

ওয়েব সাইট: http://faysaldigital.ml/
http://faysal-bhuiya.webnode.com/ 


::: আমাদের সেবা সমূহ :::

  • কম্পিউটার কম্পোজ। 
  • সকল দেশের ভিসা চেক। 
  • নষ্ট মেমোরি ঠিক করা হয়। 
  •  কম্পিউটার প্রশিক্ষণ। 
  • কম্পিউটার সার্ভিস।  
  • অনলাইন পাসপের্ট আবেদন। 
  • কম্পিউটার বিক্রয়। 
  • ডিজিটাল স্টুডিও, ৫ মিনিটে রঙ্গিন ছবি ডেলিভারি দেওয়া হয়, 
  • ২৪ ঘন্টা ইন্টারনেট সার্ভিস,
  • অনলাইনের সকল ধরনের কাজ, 
  • ওয়েব সাইট ডেভলপিং, 
  • ওয়েব সাইট বিক্রয়, 
  • ই-মেইল,  GMAIL OR E-MAIL: faysalbhuiya88@gmail.com
  • বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন ফরম পূরণ, 
  • অনলাইনে সকল চাকুরীর আবেদন ফরম পূরণ, 
  • রঙ্গিন ফটোকপি, 
  • রঙ্গিন ছবি, 
  • সাদা কালো ফটোকপি, 
  • কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য তথ্য সহ 
  • কম্পিউটারের যাবতীয় কার্যক্রম করা হয়। 
  • কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের যাবতীয় কাজ করা হয়। 
  • ২৪ ঘন্টা নিজস্ব বিদ্যুৎ এর সু-ব্যবস্থা আছে। 

Map:
https://www.google.com/maps/place/Emon+Computer/@24.6231337,90.7852113,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3756ee7ea7435a55:0x92fcd0a37add381f!8m2!3d24.6231288!4d90.7874

স্থান: ইমন কম্পিউটার, রোয়াইলবাড়ী বাজার (কাপড় মহাল) , কেন্দুয়া, নেত্রকোণা।

মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭



Postal Zip Codes (postcode) for Netrokona District

Faysal Bhuiya Sumon 

Faysal Bhuiya Sumon ROYALBARI BAZAR, KENDUA

Faysal Bhuiya Sumon ROYALBARI BAZAR, KENDUA


Postal Zip Codes (postcode) for Netrokona District

Thana/Upazila within Netrokona District are: Susung Durgapur, Atpara, Barhatta, Dharmapasha, Dhobaura, Kalmakanda, Kendua, Khaliajuri, Madan, Moddhynagar, Mohanganj, Netrokona Sadar. The following table contains post codes of various sub post office in Netrokona district.
ThanaSub OfficePost Code

Susung Durgapur

Susnng Durgapur2420

Atpara

Atpara2470

Barhatta

Barhatta2440

Dharmapasha

Dharampasha2450

Dhobaura

Dhobaura2416
Sakoai2417

Kalmakanda

Kalmakanda2430

Kendua

Kendua2480

Khaliajuri

Khaliajhri2460
Shaldigha2462

Kendua Upazila

From Wikipedia, the free encyclopedia
Kendua
কেন্দুয়া
Upazila
Kendua is located in Bangladesh
Kendua
Kendua
Location in Bangladesh
Coordinates: 24°39′N 90°50.5′ECoordinates24°39′N 90°50.5′E
Country Bangladesh
DivisionMymensingh Division
DistrictNetrokona District
Area
 • Total303.6 km2 (117.2 sq mi)
Population (1991)
 • Total265,628
 • Density870/km2 (2,300/sq mi)
Time zoneBST (UTC+6)
WebsiteOfficial Map of Kendua
Kendua (Bengaliকেন্দুয়া) is an Upazila of Netrokona District[1] in the Division of MymensinghBangladesh.

Geography[edit]

Kendua is located at 24.6500°N 90.8417°E . It has 51221 households and total area 303.6 km².

Demographics[edit]

As of the 1991 Bangladesh census, Kendua has a population of 265628. Males constitute 50.58% of the population, and females 49.42%. This Upazila's eighteen up population is 133969. Kendua has an average literacy rate of 37.1% (7+ years), and the national average of 32.4% literate.[2]

Administration[edit]

Kendua has 13 Unions/Wards, 227 Mauzas/Mahallas, and 311 villages.
  1. Asujia Union (Bengaliআশুজিয়া)
  2. Dalpa(Bengaliদল্পা)
  3. Garadoba(Bengaliগড়াডোবা)
  4. Ganda(Bengaliগন্ডা)
  5. Sandikona(Bengaliসান্দিকোণা)
  6. Mashka(Bengaliমাস্কা)
  7. Balaishimul(Bengaliবলাইশিমূল)
  8. Noapara(Bengaliনওপাড়া)
  9. Kandiura(Bengaliকান্দিউড়া)
  10. Chirang(Bengaliচিরাং)
  11. Roailbari(Bengaliরোয়াইলবাড়ী)
  12. Paikura (Bengaliপাইকুড়া)
  13. Muzaffarpur(Bengaliমোজাফরপুর)
There are 331 villages in Kenuda. A few of them are given below:
Village NameVillage NameVillage Name
Mozaffarpur (Bengaliমোজাফরপুর}Kawali Kanda (Bengaliকাওয়ালীকান্দা)Bairati (Bengaliবৈরাটী)
Shohagpur (Bengaliসোহাগপুর)Deopara (Bengaliদেওপাড়া)Noupara (Bengaliনওপাড়া)
Khalijura (Bengaliখালিজুড়া)Chitua (Bengaliচিটুয়া)Barla (Bengaliবাড়লা)
Pubail (Bengaliপূবাইল)Korimghatee (Bengaliকরিমখাঁগাতী)Paikura (Bengaliপাইকুড়া)
Taluk Mohesh (Bengaliতালুকমহেশ)Nagdora (Bengaliনাগডরা)Nouhati (Bengaliনওহাটা)
Uttar bobanipur (Bengaliউত্তরবানীপুর)Dokkin bobanipur (Bengaliদক্ষিণবানীপুর)Pechundori (Bengaliপেচুন্দরী)
Pemoi (Bengaliপেমই)Harar kandi (Bengaliহারারকান্দি)

See also[edit]

References[edit]

  1. Jump up^ Md Abul Hasem Khan (2012). "Kendua Upazila". In Sirajul Islam and Ahmed A. Jamal. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  2. Jump up^ "Population Census Wing, BBS". Archived from the original on 2005-03-27. Retrieved November 10, 2006.
{{ইউনিয়নর পৌরঝাপি
| ইউনিয়ন = রোয়াইলবাড়ী
| মানচিত্র = KenduaUpazila.png
| উপজিলা = কেন্দুয়া উপজিলা
| upazila = Kendua
| জিলা = নেত্রকোনা জিলা
| SL = 2261
| বিভাগ = ঢাকা বিভাগ
| চেয়ারম্যানগ = Toufique Ahamed
| গাঙ = ২০ হান
| মৌজা = ১৬ হান
| একর = ৫৯১১
| বর্গ_কিমি = ২২,.৬৫
| ঘর = ৩৯৬৭
| জনসংখ্যা = ২১,২৭১
| মানুলেহা বসর = ১৯৯১
| বেয়াপা = ১০,৬০৬
| মুনি = ১০,৬৬০
| শিক্ষা = ৬৯.৪
| লমনির কথা = 
}}
'''রোয়াইলবাড়ী ইউনিয়ন''' ([[ইংরেজি ঠার|ইংরেজি]]:Roailbari), এগ [[কেন্দুয়া উপজিলা]]র [[নেত্রকোনা  জিলা]]র বারো [[ঢাকা বিভাগ]]র [[বাংলাদেশর ইউনিয়নগি|ইউনিয়ন]] আগ।

==ভৌগলিক উপাত্ত==
আয়তনহান:  ৫৯১১ [[একর]] (২২,.৬৫[[বর্গ কিলোমিটার]])। ইউনিয়ন এগত ৩৯৬৭ গ ঘরর ইউনিট আসে।

===চৌদ্দাহান===

মুঙেদে: --- ইউনিয়ন।

পিছেদে: --- ইউনিয়ন।

খায়েদে: --- ইউনিয়ন।

ঔয়াঙেদে: --- ইউনিয়ন।

==জনসংখ্যার উপাত্ত==
বাংলাদেশর ১৯৯১ মারির মানুলেহা (লোক গননা) ইলয়া রোয়াইলবাড়ী ইউনিয়নর জনসংখ্যা ইলাতাই ২১,২৭১ গ।<ref name="census">{{cite web |  accessdate = জুলাই ২ | accessyear = মারি ২০০৭ |  url = http://www.bbs.gov.bd | title = বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)}}</ref> অতার মা মুনি ৫০%, বারো জেলা/বেয়াপা  ৫০%। ইউনিয়ন এগত ১৮ বসরর গজে ১০,৬৬০গ মানু আসি।  লহঙ করিসিতা ৩৫৭৭গ বেয়াপা (১৫-৪৪ বসর) আসি।
রোয়াইলবাড়ী ইউনিয়নর সাক্ষরতার হারহান ৬৯.৪%। বাংলাদেশর সাক্ষরতার হারহান ৩২.৪%।
==ইতিহাসহান==
==গাঙ বারো মৌজা==
ইউনিয়ন এগত গাঙ: ২০ হান বারো মৌজা: ১৬ হান আসে
==নাংকরা মানু==
==ফায় ফসল==
==সাকেই আসে ইকরা==
==তথ্যসূত্র==
<references/>


{{নেত্রকোনা  জিলার প্রশাসনিক লয়াগি}}

{{বাংলাদেশর-ইউনিয়ন-লইনাসে}}

[[Category:কেন্দুয়া উপজিলার ইউনিয়নগি]]

শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

বাংলা সাহিত্যে যে ১০০ টি বই আপনাকে পড়তেই হবে (এক) অনেককেই দেখেছি ১০০টি ভাল বইয়ের তালিকা তৈরি করেছে। কিন্তু আমার ইচ্ছা থাকা স্বত্বেও আম...